Previous“কাগজ আমি দেখাবো না। কাগজ আমরা দেখাবো না।” কদিন আগে বাংলার কিছু প্রথিতযশা শিল্পীরা দারুণ একটি ভিডিও পোস্ট করলেন । তাঁদের অভিনয় দক্ষতা নিয়ে কোন প্রশ্ন নেই। বিভিন্ন সময় তারা বিভিন্ন বস্তুর বিজ্ঞাপন করে থাকেন। সাবান, তেল, গাড়ি, বাড়ি, লোহার রড, সিমেন্ট। এখন সিপিএম ও তৃণমূলের কাছ থেকে টাকা নিয়ে ‘হিন্দু বিরোধী, রাষ্ট্র বিরোধী’ বিচার ধারার বিজ্ঞাপন দিচ্ছেন। এদেরই এক সাথী কয়েক বছর আগে সিঙ্গাপুরে সোনার দোকান থেকে গয়না চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন । আমি জানিনা সেদিন তাঁদের কাগজ দেখাতে হয়েছিল কিনা। আমি নিজে একজন ফুটবলার ছিলাম, অল্প বিস্তর ফুটবল খেলেছি। খেলাধুলায় কোন জাত- পাত নেই, শিল্পের জন্যই শিল্পী। কিন্তু এই শিল্পীরা যেভাবে বাঙালী হিন্দু বিরোধী হয়ে উঠেছেন, নাগরিকত্বের বিরোধীতা করতে গিয়ে। বয়সের সাথে সাথে অভিজ্ঞতা বাড়ে, সেই উপলব্ধি থেকে আমার আশঙ্কা হয়, আগামী দিনে হিন্দু বাঙালীদের কাছে খুবই বিপদের দিন আসছে। আমার কথা বোঝার জন্য আপনাদের দুটো বই অবশ্যই পড়া উচিত। গীতা ও কোরান। দেখুন হিন্দুরা স্বভাবতই-উদার, দয়ালু ও বিভাজিত। সেই কারণেই হিন্দুদের উপর বারংবার আক্রমণ হয়েছে। ৮০০বছর ইসলাম রুল হয়েছে মুঘলদের সময়, তারপর ২৫০-৩০০বছর ইংরেজরাও রুল করেছে। অন্যদিকে ইসলাম ভীষণরকম United একত্রিত একটি শক্তি। গীতায় সর্ব ধর্ম সমন্বয়ের কথা বলা হয়েছে। আমরা শিক্ষা পেয়েছি, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমরা জানি বসুধায়ঃ কুটুম্বকম। অর্থাৎ ভূপৃষ্ঠে যারা থাকেন তারা সকলেই আমার অতিথি। কিন্তু কোরানে কি বলছে, কোরানে বলছে ইসলাম এক ও একমাত্র ধর্ম। ইসলামের বাইরে যে ব্যক্তি অমুসলমান এক্ষেত্রে আমরা হিন্দুরা, তারা কাফের। এই কাফেরকে হত্যা করা বা ইসলাম ধর্মে রূপান্তর করা জন্নত বা স্বর্গ লাভের সমান। কোরানে দার-উল- ইসলামের ব্যাখ্যা রয়েছে। আপনারা অবশ্যই দার- উল-ইসলামের ব্যখ্যা পড়বেন। সেখানে ধর্ম নিরপেক্ষ দেশে যেখানে সরকার Minority বা divided Majority বা United Majority হয় । সেক্ষেত্রে মুসলমানদের ব্যবহার কেমন হওয়া উচিত। সে কথাও কোরানে বলা রয়েছে। আজ পিঁয়াজের দাম নিয়ে কথা হচ্ছে, বেকারত্ব নিয়ে কথা হচ্ছে, দেশের অর্থনীতি নিয়ে কথা হচ্ছে। হওয়াও উচিত, ছাত্র আন্দোলন হচ্ছে চারিদিকে। CPM এর প্রচ্ছন্ন মদতে ও TMC এর টাকায়। ৭০ এর দশকে ২ পয়সা ট্রাম ভাড়া বেড়েছিল কংগ্রেস সরকারের সময়। আপনাদের মনে আছে কতগুলো ট্রাম ও বাসে আগুন দিয়েছিল বামপন্থী নকশাল ছাত্ররা? নকশাল আন্দোলনের দ্বারা ছাত্র যুব সমাজের একটা প্রজন্ম নষ্ট হলো। একটা সময় সারা দেশ থেকে যাদবপুর, প্রেসিডেন্সি বা কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীরা পড়তে আসতো। আজ বাংলার ছেলে মেয়েরা কোথায় যায়? দিল্লী, বম্বে হায়দরাবাদ, ব্যাঙ্গালোর । ৩৪বছর এই বাম শাসন কি দিয়েছে? ধর্মঘট, মিটিং, মিছিল, শতাধিক কলকারখানা Lock-out, বেকারত্ব! একটা সময় বাংলার অর্থনীতি ভারতের উপরের দিকে ছিল কিন্তু আজকে কোথায়? কাগজ আপনারা দেখাবেন না। কারণ আপনারা সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন। স্বার্থ আপনাদের থেকে ভালো কেউ বোঝে না। CPIM এর মিছিলে একটা সময় হাঁটতেন এখন TMC মিছিলে হাঁটছেন। আগামীদিনে যদি BJP সরকারে আসে তাহলে BJP মিছিলে সর্ব প্রথম আপনাদের মুখই দেখা যাবে। কিন্তু সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তাঁদেরকে বিপদে ফেলবেন না।
Be the first to comment