Gun Salute for #ChuniGoswami and #PradipKumarBanerjee

গান স্যালুট পাওয়ার যোগ্যতা কি হতে পারে ?

যে নাগরিক। রাষ্ট্রকে বিদেশে সন্মানিত করেছে অথবা নিজগুনে জাতীয় পতাকা বহন করার গৌরব অর্জন করেছে কিংবা তাঁর দ্বারা অসংখ্য মানুষ প্রভাবিত হয়েছে এবং অবশ্যই তাঁর জীবন কে পরবর্তী প্রজন্মের কাছে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা যেতে পারে। এমন ব্যক্তি গান স্যালুট পাওয়ার যোগ্য।

কিন্তু মমতা ব্যানার্জির শাসনকালে পশ্চিমবাংলায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজ্যের সংবিধান কিংবা আইনের পরিবর্তে তাঁর ব্যক্তিগত পছন্দ – অপছন্দই বেশি গুরুত্ব পেয়েছে।

এই যেমন অভিনেতা তাপস পালের প্রয়ানে গান স্যালুট দেওয়া এবং ফুটবলার পি কে ব্যানার্জি কিংবা চুনি গোস্বামীর প্রয়ান সম্পূর্ণ অবজ্ঞা করে যাওয়া।

এখন দেখার সমাজে প্রয়াত তাপস পালের কি রকম ভাবমূর্তি ছিল। তিনি বাংলা সিনেমার অভিনেতা ছিলেন। দশ বছর তৃণমূলের সাংসদ এবং সম্ভবত পাঁচ বছর তৃণমুলের বিধায়ক ছিলেন। এক জনসভা থেকে মহিলাদের হুমকি দিয়েছিলেন- “যে পরিবার তৃণমূল করবে না, তাদের বাড়িতে ছেলে ঢুকিয়ে দেবেন”। এই বক্তব্য দেশ-বিদেশে আলোচিত হয়েছিলো! শেষ জীবনে তিনি মাস ছয়েক জেলে ছিলেন, চিট ফান্ডের আর্থিক কেলেঙ্কারির জন্য! এই নাগরিকের প্রয়ানে রাজ্যের মুখ্যমন্ত্রী গান স্যালুট দেন।

অন্যদিকে

প্রয়াত পি কে ব্যানার্জি কিংবা চুনি গোস্বামীর কি রকম ভাবমূর্তি ছিল?

তাঁরা দুজনেই খেলোয়াড় হিসেবে ১৯৫২, ১৯৫৬, ১৯৬০ এ অলিম্পিকে ভারতকে প্রতিনিধিত্ব করেছেন। ভারত সরকারের অর্জুন ও পদ্মশ্রী পুরস্কার প্রাপক। কোচ হিসেবে প্রদীপদা ভারতীয় দলকে এশিয়ান গেমস, মারডেকা সহ বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য এনে দিয়েছেন। চুনিদার ফুটবল ছাড়াও ক্রিকেট ও টেনিসে যোগ্য পারদর্শিতা ছিল। টাটা ফুটবল একাডেমী ভারতের সেরা ফুটবল একাডেমী। প্রায় ৪০০ বেশি জাতীয় খেলোয়াড় এই একাডেমী থেকে এসেছেন। সেখানকার ডিরেক্টর হয়ে প্রদীপদা ও চুনিদা দুজনেই নতুন প্রজন্ম কে ফুটবলের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ায় ভুমিকা পালন করেছেন। ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মতো শতাব্দী প্রাচীন দুই ক্লাবকে অসংখ্য ট্রফি জিতিয়েছেন। ভারতের ফুটবল ইতিহাস এই দুই নখত্রকে স্বর্ণাক্ষরে লিখে রাখবে।

কিন্তু একটা জিনিস পরিস্কার হল- বাংলায় বিনামুল্যে রেশন কিংবা গান স্যালুট দুটোর ক্ষেত্রেই আবশ্যিক যোগ্যতা হল সেই ব্যাক্তি কে সক্রিয় তৃণমূল করতে হবে।

Bjp4bengal Bjp4India

93 Comments

Leave a Reply

Your email address will not be published.


*


*