চেন্নাই এর মুখোমুখি কেরালা

আজ মুখোমুখি চেন্নাই বনাম পুনে। ১০ ম্যাচে কেরালার দখলে ১১, চেন্নাই এর কাছে রয়েছে ১০ পয়েন্ট। এই মুহূর্তে চেন্নাই এর বেশি কিছু ভাবার নেই জয় ছাড়া। কোচ মাতরাজ্জি বলেন “একটা একটা ম্যাচ ভাবতে চাই।” চেন্নাই এর হারাবার কিছু নেই একাটাই লক্ষ্য জয়। মাতরাজ্জির দল পরপর তিন ম্যাচে হারে। ফলে সেমি ফাইনালে টিকে থাকতে হলে শেষ চার ম্যাচ জিততেই হবে। আজকের পর দিল্লি ডায়নামোস, মুম্বাই সিটি এফ সি, এফ সি পুনে সিটির এর সঙ্গে তিনটে ম্যাচের সুযোগ পাবে। চেন্নাই এর মুল সমস্যা যে এই দল তাকিয়ে থাকে তিন জনের দিকে। স্টিভেন মেন্ডোজা, এলানো ব্লুমার, রাফায়েল অগস্তো। কোচ নিশ্চয় নতুন কিছু প্ল্যান নিয়ে মাঠে নামবেন। আজ দেখার পালা কোচের ভরসার এই তিন ফুটবলারের জাদু দেখা যায় কিনা। কেরালাকেও সেমিফাইনালের দিকে টিকে থাকতে হলে ম্যাচ জিততেই হবে। দলের কোচ বলেন ” ই মুহূর্তে দুই দলের কাছে একটাই লক্ষ্য। ম্যাচ থেকে তিন পয়েন্ট। গত ম্যাচে নর্থইস্টকে ৪-১ হারিয়ে কিছুটা উপরে উঠে এসেছে দল। আর এই জেতাই কিছুটা আত্মবিশ্বাস দেবে দলকে। দলে আছে আন্তোনিয় জার্মানের মত ফুটবলার, হসু, ইসফাক আছে যারা ম্যাচের গোলদাতা হতেই পারেন। কেরালা বুদ্ধি দিয়ে খেললে ম্যাচ নিজেদের দখলে করতে পারেন। রক্ষন ভাগ ভাল। দলকে আজ এমন ভাবে সাজাতে হবে যেখানে প্রতিপক্ষ কোন ভাবেই উপরে উঠতে না পারে। আজ দলের জন্য দরকার একত্রিত থাকা। যখন আক্রমণে উঠবে একসঙ্গে ৪/৫ জন। আবার রক্ষনেও ৪/৫ জন। এই ভাবে বিপরীত দলকে ঘিরে ধরতে হবে। আজকের ম্যাচে দেখার পালা কারা জ্বলে উঠতে পারে। কারা পায় ৩ পয়েন্ট।

97 Comments

Leave a Reply

Your email address will not be published.


*


*