তালিকার প্রথমে যাওয়ার সুযোগ দিল্লির

 দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হবে দিল্লি এবং কেরালা। দিল্লির কাছে রয়েছে ১২ ম্যাচে ২১ পয়েন্ট। কেরালার পেয়েছে ১৩ ম্যাচ থেকে ১২ পয়েন্ট। যদিও এই ম্যাচের আগেই দিল্লি পৌঁছে গেছে সেমিফাইনালে। কেরালারও ফিরে আসার রাস্তা বন্ধ। কিন্তু ফুটবল বোধহয় একেই বলে। পাওয়ার বাইরেও যে আবেগ, ভালবাসা কাজ করে টা এই খেলায় সবসময় দেখা যায়।
সেমিফাইনালে পৌঁছে গেলেও দিল্লি নামবে সব শক্তি নিয়ে। আজ নজর থাকবে আদিঙ্গার উপর। ২৯ টা ভাল ট্যাকেল আছে তার দিক থেকে। থাকবেন গুস্তাভো দস সান্তোস। এই মরসুমে ২ টি গোল করেছেন। আজ ম্যাচ জিততে দলের রক্ষন ভাগের দিকে খেয়াল রাখতে হবে। আক্রমন ভাগ সচল রাখতে হবে।
এই ম্যাচ থেকে কেরালার নতুন করে পাওয়ার কিছু নেই। কিন্তু আজকের ম্যাচ জিতে মাঠ ছাড়তে চাইবে কেরালা। দলের অন্যতম ভরসা মহম্মদ রফি থাকবেন। ইতিমধ্যে ৪ টি গোল করেছেন তিনি। থাকবেন পুলগা। নিশ্চয় আজ দলকে এগিয়ে নিয়ে যেতে চাইবেন। নজর থাকবে সৌমিক দের দিকে।
টেরি ফেলান বলেন” আমরা আজ আমাদের সেরাটাই দেব। নতুন করে হারাবার কিছু নেই।”
দিল্লির কোচ কার্লোস বলেন ” এখনই সব শেষ নয়। আমরা যদি মনে করি কাল ম্যাচ টা আমাদের দিকেই আছে তাহলে জেতা কঠিন হবে আমাদেরই। তাই সেরা দিয়ে জিততে হবে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


*