জোড়া গোলে তালিকার দ্বিতীয় স্থানে চেন্নাই


চেন্নাই-২
পুনে-১
নাটকীয় উপাদানে ভরপুর ছিল চেন্নাই এর ঘরের মাঠ। সেখানেই তাদের জোড়া গোলে এগিয়ে গেল চেন্নাই।  খেলার প্রথম থেকেই ম্যাচে ছিল গোলের তাগিদ।  ৯০ মিনিটে ৩ টে গোল এসেছে তবে আরও কিছু গোল আসতেই পারত।
ম্যাচের শুরুতে বল চেন্নাইএর দখলে থাকলেও সময় এগোনোর সঙ্গে সঙ্গে পুনে সেই স্থান নেয়। তবে অসাধারণ টাইমিং, পাস, আর সঠিক টাচ-এ এগিয়ে যায় চেন্নাই।
 বলা হয়  ফুটবলের শেষ কথা গোল। তাই পুনে ভাল খেললেও জয় চেন্নাই এরই।  পুনের গতি, ছন্দ থাকলেও অভাব ছিল প্রত্যেকের সঙ্গে বোঝাপড়ার।  কুচের পা থেকে একটা গোল আসলেও বেশ কিছু সুযোগ নষ্টও হয়েছে।
হিরো অফ দি ম্যাচ মেন্ডোজা। আর তা হওয়ারই ছিল। ডান পা বাঁ পা করে বল টা যে ভাবে জালে জড়াল তা দেখার মত। তবে শুধু মেন্ডোজা নয় ধনচন্দ্র এর পাস থেকে মেন্ডি যে গোল করেছে তার জন্য প্রশংসা প্রাপ্য তারও।
আজকের অসাধারণ ম্যাচের পর লীগ তালিকা পাল্টে গেছে। চেন্নাই লীগ তালিকার দ্বিতীয় স্থানে আর পুনে আসল তৃতীয় স্থানে। তবে পরপর দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে কলকাতা এখন লীগ তালিকার পঞ্চমে। প্রথম চারে থাকতে হলে ম্যাচ জিততেই হবে কলকাতাকে। 

91 Comments

  1. It’s the best time to make a few plans for the long run and it is time to be happy.
    I’ve learn this post and if I may I wish to recommend you few
    attention-grabbing issues or advice. Maybe you could
    write subsequent articles regarding this article. I want to
    read even more issues approximately it!

Leave a Reply

Your email address will not be published.


*


*