প্রথম চারে থাকার লড়াই

গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে নর্থইস্ট ও দিল্লি। ১১ ম্যাচ খেলে দিল্লি নিজেদের দখলে করেছে ১৮ পয়েন্ট। তালিকার ঠিক পরেই ১২ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট। আজকের ম্যাচটা দুটো দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। লীগ তালিকা যেভাবে পট পরিবর্তন করছে তাতে প্রত্যেকটি ম্যাচ জেতাই দরকার। যখন কলকাতা সেমিফাইনালে নিজেদের নাম লিখিয়ে নিয়েছে তখন সব দলই চাইবে তারা ভাল ফল করতে।
চোখ থাকবে মালৌদার উপর। কি ভাবে নিজের দলকে এগিয়ে নিয়ে যেতে পারে সেটা দেখার পাল। থাকবেন চিকাও। চিকাও এমন একজন ফুটবলার যার পা থেকেই বেশির ভাগ আক্রমন তৈরি হয়। চিকাও এর নাম নিলে যার নাম সঙ্গে সঙ্গেই আসা উচিত তিনি হলেন রিসে। দিল্লির এমন একজন ডিফেন্ডার যার উপর ভরসা রাখাই জয়।
নর্থইস্টের পাল্লাও আজ বেশ ভারি। আছেন সিমাও। যার দখলে ৩ টি গোল। অবশ্যই থাকবেন মেন্ডি। ১টাই গোল পেলেও ভরসা রাখার মত ফুটবলার। অসাধারণ অ্যাাসিস্ট আছে।
ফেরিয়াস জানান ” এই মুহূর্তে খেলা যেদিকে গড়িয়েছে তাতে প্রত্যেকটি ম্যাচই ফাইনাল। টাই এখন আমরা আজকের খেলা নিয়েই ভাবতেই চাই। “
কার্লোস বলেন ” প্রত্যেকটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। ম্যাচ জিততেই হবে। আজ ভাল হবেই। ভরসা আছে দলের উপর।

1 Comment

  1. Привет красотки, меня зовут Мария я мастер маникюра и педикюра, Предлагаю вам свои услуги по комбинированному, аппаратному маникюру, педикюру по привлекательной цене для обновления портфолио, принимаю по новому адресу: г. Санкт-Петербург, метро. Ленинский проспект, ул. Ленинский проспект 75
    Маникюр с покрытием гель лак “все включено” – 1000 руб
    Педикюр с покрытием гель лак “все включено” – 1300 руб
    По всем вопросам обращайтесь в личные сообщения на Маникюр СПб
    Мария
    Моя группа ВКонтакте
    Другие контакты для связи со мной: https://vk.link/spb_manikyur Маникюр на ленинском
    Успей записаться на маникюра или педикюр!

Leave a Reply

Your email address will not be published.


*


*