শনিবার সকালে নাকাশিপাড়া থানার সরডাঙ্গা গ্রামে খুন হন বিজেপি কর্মী হৃদয় রাজোয়ার।এর পরই শনিবার সন্ধ্যায় ওই গ্রামে মৃত বিজেপি কর্মীর বাড়ীতে তার পরিবারকে সমবেদনা জানাতে যাই। সেখানে হৃদয় রাজোয়ারের স্ত্রীর সাথে কথা বলি ও তার ছেলে মেয়ে পাড়া প্রতিবেশীদের সঙ্গে কথা বলি। অতীতের সমস্ত ঘটনা আজ আমার কাছে তুচ্ছ হয়ে যায় ,যখন আমি আজ পৌছালাম হৃদয়ের বাড়িতে তখন প্রায় একশো কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বইছে ,এলাকার সমস্ত মানুষ আমার পাশে ছিল সমস্ত সাংবাদিক বন্ধুরাও ছিলেন। ঝড়-বৃষ্টিতে আটকে পড়ি । একটু ঝড় বৃষ্টি থামতে আমি যখন আবার কৃষ্ণনগরে সভার পথে রওনা হবো, খেয়া ঘাটে পৌঁছে দেখি নৌকা যাওয়ার কোন রাস্তাই নেই, কচুরিপানা তে ভরে গিয়েছে পুরো নদীটা। হাড় হিম করা একটা ভয় যেন শরীরে বয়ে গেল। মাথায় চিন্তা তবে কি আমি আজ বাড়িতে ফিরতে পারবো না। পরবর্তীতে মাঝ নদীতে নেমে অনেক কষ্টে রাত্রি ১১ টার সময় পাড়ে আসি।
Non communicable diseases, including breast cancer, are on the rise in Africa, presumably due to advances in health care, translating into longer life expectancy and increased detection of cancer diuretic lasix buy
Non communicable diseases, including breast cancer, are on the rise in Africa, presumably due to advances in health care, translating into longer life expectancy and increased detection of cancer diuretic lasix buy