No Picture
Uncategorized

আচ্ছা বুদ্ধিজীবী মানে কি? বুদ্ধিজীবী মানে কি ভালো অভিনেতা অভিনেত্রী? আপনি টিভি তে, সিরিয়াল, সিনেমা, নাটক, থিয়েটারে ভালো অভিনয় করেন। ক্যামেরার সামনে কাঁদতে পারেন। চোখ দিয়ে টস টস করে জল বেরোয়, গ্লিসারিন লাগেনা। ভালো হাসতে পারেন। দেখতে সুন্দর। কথা ভালো বলেন। অর্থাৎ আপনি একজন ভালো অভিনেতা বা অভিনেত্রী। আপনার অভিনয়কে দর্শক পছন্দ করেন। তার মানে কি আপনি বুদ্ধিজীবী হয়ে গেলেন? আর আপনি যদি বুদ্ধিজীবীও হন তাহলে কি আপনার সেই অধিকার জন্মায় , ‘দেশের আইনকে চ্যালেন্জ করার’। আজকে ভারতবর্ষ পৃথিবীর সর্ব বৃহৎ গণতান্ত্রিক দেশ। সেই দেশের একটি নির্বাচিত সরকার রাজ্যসভা ও লোকসভায় ঘণ্টার পর ঘণ্টা তর্ক, বিতর্ক ও যুক্তির মাধ্যমে, বিরোধী দলের নেতাকে বলার সুযোগ দিয়ে একটি আইন পাশ করেছে। সেই আইন কংগ্রেস, বামফ্রন্ট, তৃণমূল সুপ্রিমকোর্ট এ চ্যালেন্জ করছে । 59 টি কেস করা হয়েছে। যার সবকটিই সুপ্রিমকোর্ট নাকচ করেছে। তারপর রাষ্ট্রপতির স্বাক্ষর নিয়ে একটা আইন পাশ হচ্ছে দেশের জন্য। আপনারা সেটা মানবেন না ? আর এই তাণ্ডবের জন্য দেশের সম্পত্তিতে আগুন দেওয়া হছে। দেশের কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে। কই অপর্ণা সেন, কৌশিক সেন আপনারা তো কিছু বলছেন না। আপনারা তো নির্বাক, চুপ। আপনারা তো বুদ্ধিজীবী, সারা পৃথিবীর খবর রাখেন। বলুন তো এমন কোন উন্নত দেশ আছে যেখানে নাগরিক আইন নেই ? আপনি আমেরিকা, ইংল্যান্ড, জাপান, সুইডেন, অস্ট্রিয়া জার্মানিতে চলে যেতে পারবেন ? সেখানে রেশন কার্ড পেয়ে যাবেন ? ভোটাধিকার পেয়ে যাবেন ? এটা কি সম্ভব ? উন্নত দেশের উন্নতি যদি সম্ভব হয়, তাহলে আপনি কি চান না ভারত উন্নতি করুক? রামচন্দ্র গুহ আপনি তো প্রখ্যাত ঐতিহাসিক। সারা পৃথিবীর ইতিহাস আপনি জানেন। বামপন্থাতে বিশ্বাস করেন। বামপন্থীরা তো ধর্ম মানে না, শ্রেনী মানে না। আজকে সোভিয়েত ইউনিয়ন ৭০বছর ধরে শ্রেণীহীন সমাজ রেখেছিল। তারপর হঠাৎ করে ভেঙে গিয়ে চারটি ইসলামিক রাষ্ট্র তৈরি হল। কাজাকিস্তান, উজবেকিস্তান, আজারবাইজান । এই দেশ গুলো তাহলে কেন হলো ? কাশ্মীর সমস্যা কি ভাবে এলো ? জওহরলাল নেহরু বলেছিলেন U N এর হস্তক্ষেপ চাই। আমার বাড়ীর সমস্যা। আমার দেশের সমস্যা। স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হলে কি পঞ্চায়েত এসে মেটাবে ? আজকে আপনি চাইছেন গণ ভোট হোক U N এর মাধ্যমে।আপনি কি ভারতবর্ষকে কাশ্মীর করতে চান?

No Picture
Uncategorized

Citizenship Amendment Bill (CAB/CAA) নিয়ে পশ্চিমবঙ্গ আজ উত্তাল। মুসলমানদের আন্দোলনে, মুসলমান শব্দটা আমি ইচ্ছাকৃত ভাবে প্রয়োগ করলাম কারণ আমাদের রাজ্যে মুসলিমদের তোষণ করার জন্য ও রাজনৈতিক লাভ নেওয়ার জন্য ‘সংখালঘু ভাই’ / ‘একটি সম্প্রদায়’ ইত্যাদি বিশেষণ প্রয়োগ করা হয়। পশ্চিমবঙ্গে 9 কোটি জনসংখ্যার মধ্যে 32% মানুষ মুসলিম ধর্মে বিশ্বাস করেন। অর্থাৎ তাদের নাগরিক অধিকার রয়েছে এই রাজ্যের উন্নতিতে শরিক হওয়ার। কিন্তু যে রাজনৈতিক দল এত বেশী মুসলিমদের নিয়ে বলছেন তাদের 294 টি বিধানসভাতে কতজন মুসলমান প্রার্থী রয়েছে এটি জনার জন্য আমার আগ্রহ থাকবে। ক্রমাগত মুসলমানদের ভূল বোঝানোর জন্য হঠাৎ করে স্ফূলিণ্গ যেভাবে বিস্ফোরণের আকার ধারণ করলো। গত 3-4 দিন ধরে ট্রেন ও বাসে আগুন লাগানো হলো । 300-350 কোটি টাকা নষ্ট হলো। হাজর হাজর মানুষ বাড়ি ফিরতে পারলো না ট্রেন অচল হওয়ার জন্য। দেড় লাখের বেশী ছাত্র ছাত্রী উৎকণ্ঠাতে ভুগছে পরীক্ষা বাতিল হওয়ার জন্য। Highway তে বাস, ট্রাক আটকে রয়েছে। শষ্য, আনাজ, ডিম, মাছ আটকে রয়েছে। আগামী সপ্তাহে যার মূল্য বৃদ্ধি হবে চাহিদা ও জোগানের মূল্য ফর্মুলায় ।উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ানং এ পর্যটন ব্যবসায় কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মাশুল কে দেবে? এর প্রভাব রাজ্যের অর্থনীতিতে পড়বে। এর মাশুল দিতে হবে আপনার আমার মতো সাধারণ মানুষকে অথচ যার জন্য এই অশান্তি সেই নাগরিক বিল কি বলছে। এই বিল কি কখনো বলেছে পশ্চিমবঙ্গ থেকে মুসলমানদের তাড়ানো হবে বা কাউকে গৃহহীন করা হবে? না বলেনি এই নাগরিক বিল। এই বিল কারো নাগরিক অধিকার কেড়ে নেওয়ার জন্য নয়। বরং যে সমস্ত মানুষ বাংলাদেশ,পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে গৃহহীন হয়ে বিতাড়িত হয়েছেন সেই মানুষদের বাঁচার সুরক্ষা ও নাগরিক অধিকার দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার এই নাগরিক বিল এনেছে। এই নাগরিক আইন যদি সত্যি বেআইনি হতো তাহলে গত তিন দিনে 59 টি কেস করেছে বামফ্রন্ট ও কংগ্রেস এর বাঘা বাঘা উকিল। সুপ্রিমকোর্ট কিন্তু সবকটি কেস কেই নাকচ করেছে। অর্থাৎ আইনের দিক থেকে কোনো ভূল কাজ করা হয়নি। আর যদি ভবিষৎ সুরক্ষার দিক থেকে প্রশ্ন করা হয়, যে সকল যুব সমাজের আমার ভাই বোনেরা তৃণমূলের মিছিলে ভিড় করছো তাদের জ্ঞাতার্থে জানাই 1947 সালে ভারতবর্ষে হিন্দুর সংখ্যা ছিল 84%, 2017 সালে কমে হয় 80% । পাকিস্তানে 1947 সালে হিন্দুর সংখ্যা ছিল 20% 2017 সালে কমে হয় 1.6% আর বাংলাদেশে 1971 সালে হিন্দুর সংখ্যা ছিল 22% সেটি 2017 সালে কমে হয় কেবলমাত্র 9%। আজকে এত লক্ষ্য লক্ষ্য মানুষ কোথায় গেল ? এরা যদি আমার আপনার বাবা, মা,ভাই, বোন, আত্মীয় পরিজন হতো তাহলে কি আমরা এতো সহজে ভূলে যেতাম ? তাহলে কি এই বিলের বিরোধীতা করতাম ? আমরা নিজের কবর নিজেই খুঁড়ছি না তো? ভারতবর্ষের সমৃদ্ধি ও উন্নতির জন্য সবাই মিলে উন্নতি করবো। কিন্তু আজকে যে মানুষেরা বাংলাদেশ ও পাকিস্তান থেকে বিতাড়িত হচ্ছে, আমাদের মনে রাখতে হবে ভারতবর্ষ ছাড়া তাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। যদিও মুসলিমদের যাওয়ার জন্য 57 টা ইসলামীক রাষ্ট্রীয় আছে। তাই আমি অনুরোধ করবো- আর একবার ভাবো, আর একবার চিন্তা করো এই নাগরিক বিলের বিরোধীতা করার আগে। #CAA #CAB Bjp4Bengal BJP4India

No Picture
Uncategorized
No Picture
Uncategorized
No Picture
Uncategorized
No Picture
Uncategorized
No Picture
Uncategorized