আচ্ছা বুদ্ধিজীবী মানে কি? বুদ্ধিজীবী মানে কি ভালো অভিনেতা অভিনেত্রী? আপনি টিভি তে, সিরিয়াল, সিনেমা, নাটক, থিয়েটারে ভালো অভিনয় করেন। ক্যামেরার সামনে কাঁদতে পারেন। চোখ দিয়ে টস টস করে জল বেরোয়, গ্লিসারিন লাগেনা। ভালো হাসতে পারেন। দেখতে সুন্দর। কথা ভালো বলেন। অর্থাৎ আপনি একজন ভালো অভিনেতা বা অভিনেত্রী। আপনার অভিনয়কে দর্শক পছন্দ করেন। তার মানে কি আপনি বুদ্ধিজীবী হয়ে গেলেন? আর আপনি যদি বুদ্ধিজীবীও হন তাহলে কি আপনার সেই অধিকার জন্মায় , ‘দেশের আইনকে চ্যালেন্জ করার’। আজকে ভারতবর্ষ পৃথিবীর সর্ব বৃহৎ গণতান্ত্রিক দেশ। সেই দেশের একটি নির্বাচিত সরকার রাজ্যসভা ও লোকসভায় ঘণ্টার পর ঘণ্টা তর্ক, বিতর্ক ও যুক্তির মাধ্যমে, বিরোধী দলের নেতাকে বলার সুযোগ দিয়ে একটি আইন পাশ করেছে। সেই আইন কংগ্রেস, বামফ্রন্ট, তৃণমূল সুপ্রিমকোর্ট এ চ্যালেন্জ করছে । 59 টি কেস করা হয়েছে। যার সবকটিই সুপ্রিমকোর্ট নাকচ করেছে। তারপর রাষ্ট্রপতির স্বাক্ষর নিয়ে একটা আইন পাশ হচ্ছে দেশের জন্য। আপনারা সেটা মানবেন না ? আর এই তাণ্ডবের জন্য দেশের সম্পত্তিতে আগুন দেওয়া হছে। দেশের কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে। কই অপর্ণা সেন, কৌশিক সেন আপনারা তো কিছু বলছেন না। আপনারা তো নির্বাক, চুপ। আপনারা তো বুদ্ধিজীবী, সারা পৃথিবীর খবর রাখেন। বলুন তো এমন কোন উন্নত দেশ আছে যেখানে নাগরিক আইন নেই ? আপনি আমেরিকা, ইংল্যান্ড, জাপান, সুইডেন, অস্ট্রিয়া জার্মানিতে চলে যেতে পারবেন ? সেখানে রেশন কার্ড পেয়ে যাবেন ? ভোটাধিকার পেয়ে যাবেন ? এটা কি সম্ভব ? উন্নত দেশের উন্নতি যদি সম্ভব হয়, তাহলে আপনি কি চান না ভারত উন্নতি করুক? রামচন্দ্র গুহ আপনি তো প্রখ্যাত ঐতিহাসিক। সারা পৃথিবীর ইতিহাস আপনি জানেন। বামপন্থাতে বিশ্বাস করেন। বামপন্থীরা তো ধর্ম মানে না, শ্রেনী মানে না। আজকে সোভিয়েত ইউনিয়ন ৭০বছর ধরে শ্রেণীহীন সমাজ রেখেছিল। তারপর হঠাৎ করে ভেঙে গিয়ে চারটি ইসলামিক রাষ্ট্র তৈরি হল। কাজাকিস্তান, উজবেকিস্তান, আজারবাইজান । এই দেশ গুলো তাহলে কেন হলো ? কাশ্মীর সমস্যা কি ভাবে এলো ? জওহরলাল নেহরু বলেছিলেন U N এর হস্তক্ষেপ চাই। আমার বাড়ীর সমস্যা। আমার দেশের সমস্যা। স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হলে কি পঞ্চায়েত এসে মেটাবে ? আজকে আপনি চাইছেন গণ ভোট হোক U N এর মাধ্যমে।আপনি কি ভারতবর্ষকে কাশ্মীর করতে চান?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


*